বাংলাদেশে চালু হয়েছে ফেসবুকে ছোট ভিডিও তৈরির সুবিধা ‘রিলস’

এ বিষয়ে মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমার্জিং মার্কেটের পরিচালক জর্ডি ফরনিস বলেন, ‘বাংলাদেশে ইনস্টাগ্রাম রিলস চালুর ফলে ফেসবুক ব্যবহারকারীরা এখন আরও বেশি বিনোদনমূলক কনটেন্ট খুঁজে পাবেন। কনটেন্ট নির্মাতারাও নতুন দর্শকদের কাছে নিজেদের ভিডিও উপস্থাপন করতে পারবেন। রিলস বাংলাদেশি ফেসবুক কমিউনিটির জন্য সৃজনশীলতার একটি নতুন পথ খুলে দেবে।’

মেটার এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ফেসবুক ব্যবহারের অর্ধেক সময়ই ভিডিও দেখেন ব্যবহারকারীরা। আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ সংস্করণে রিলস ভিডিও দেখার সুযোগ থাকায় এটি ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে।

উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের জন্য ইনস্টাগ্রাম রিলস চালু করে মেটা। ফেসবুক রিলস সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.facebook. com/creators/tools/reels ঠিকানায়।

source: prothomalo

Hasan
প্রযুক্তির সাথে সামনে এগিয়ে যেতে আমার ক্ষুদ্র চেষ্টা । নিজের জ্ঞানকে মানুষের মাজে শেয়ার করার মাঝে খুজে পাই সুখ । তাই পোষ্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সাহায্য করার চেষ্টা করবো।