হলিউডের সেরা ১০ মুভি।

আনক্যাটেগরি Dec 30, 2017 592 Views
Googleplus Pint

220px_Hollywood_Sign_Zuschnitt
১.বিউটি অ্যান্ড দ্য বিস্ট : বিল কনডন পরিচালিত সিনেমা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এক জাদুকরীর ছলনায় পড়ে রাজপুত্রের পশু হয়ে যাওয়া, সেই পশুর রাজপ্রাসাদে বেলে নামের এক মেয়ের বাবার আটকা পড়া, তাকে ছাড়িয়ে আনতে সেই রাজপ্রাসাদে পশুটির সঙ্গে বেলের অবস্থান, ঘটনাক্রমে ভালোবাসার মধ্য দিয়ে পশুটিকে পুনরায় মানুষে পরিণত করা। চলতি বছর ব্যবসাসফল হলিউড সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে এটি। ড্যান স্টেভেন ও এমা ওয়াটসন অভিনীত মিউজিক্যাল রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি আয় করেছে ১.২৬ বিলিয়ন মার্কিন ডলার।
২. দ্য ফেট অব দ্য ফিউরিয়াস : হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। এর অষ্টম কিস্ত্মি ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’। এটি পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে। সিনেমাটিতে আগের মতোই রয়েছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম। নতুন করে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন শার্লিজ থেরন। তিনি মূল খলচরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমাটি আয় করেছে ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার।
৩. ডেসপিকেবল মি-থ্রি : জনপ্রিয় এই অ্যানিমেশন সিনেমাটি আয় করেছে ১.০৩ বিলিয়ন। মিনিয়ন বাহিনী ও তাদের বস গ্রম্নর নানা মজার ঘটনা নিয়ে নির্মিত সিনেমার গল্প।
৪. স্পাইডার-ম্যান হোমকামিং : মার্ভেল কমিকসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বা সুপারহিরোর কথা বলতে গেলে, যে নামটি বেশি শোনা যায়- তা হলো স্পাইডার-ম্যান। এবার মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’। সিনেমাটি পরিচালনা করেছেন জন ওয়াটস। এবার অ্যান্ডরম্ন গারফিল্ড নন স্পাইডার-ম্যানের ভূমিকায় ছিলেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। এখানেই শেষ নয়, স্পাইডার ম্যানের সঙ্গে হাজির হয়েছিলেন ‘আয়রন-ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র। এতে আরও অভিনয় করেছেন-মাইকেল কিটন, ডোনাল্ড গেস্নাভারসহ অনেকে। সিনেমাটির আয় ৮৮০.১ মিলিয়ন মার্কিন ডলার।
৫. গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম-টু : জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’। এ সিনেমা আয় করেছে ৮৬৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। এতে অভিনয় করেন বিশ্বখ্যাত তারকা ক্রিস প্র্যাট, জো সালদানা, ডেইভ বাতিস্ত্মা, ব্র্যাডলি কুপার প্রমুখ।
৬. থর;র্ যাগনারগ : মার্ভেল কমিকসের অন্যতম সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি ‘থর’। এ বছর মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘থর :র্ যাগনারক’। ক্রিস হেমসওয়েথ, টম হিডেলটন, ক্লেট বস্নানচেট, ইদ্রিস এলবা অভিনীত সিনেমাটি আয় করেছে ৮৪১.৮ মিলিয়ন মার্কিন ডলার।
৭. ওয়ান্ডার ওম্যান : ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’। প্যাটি জেনকিন্সের পরিচালনায় এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন গ্যাল গ্যাডট। স্টিভ ট্রেভরের চরিত্রে দেখা গেছে ‘স্টার ট্রেক’খ্যাত অভিনেতা ক্রিস পাইনকে। রয়েছেন রবিন রাইট, ড্যানি হাস্টনসহ আরো অনেকে। ওয়ান্ডার ওম্যানর আয় ৮২১.৮ মিলিয়ন মার্কিন ডলার।
৮. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেডম্যান টেল নো টেলস : এ সিনেমার আয় ৭৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এটি পরিচালনা করেছেন জোয়াকিম রনিং এবং এসপেন স্যান্ডবার্গ। এ সিনেমাতেও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। তার সঙ্গে অরলান্ডো বস্নম। জ্যাক স্প্যারোর প্রধান শত্রম্নর ভূমিকায় অস্কারজয়ী অভিনেতা হাবিয়ার বার্দেম।
৯. ইট : বিখ্যাত হরর লেখক স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি প্রথম দিনেই ৫ কোটি ১ লাখ মার্কিন ডলার ঘরে তুলে সাড়া ফেলে। আন্দ্রেজ মুশিয়েত্তি পরিচালিত এ সিনেমাটির আয় ৬৯৭.৫ মিলিয়ন মার্কিন ডলার।
১০. জাস্টিস লিগ : ডিসি কমিকসের সেরা সুপারহিরোদের নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বক্স অফিসে এর আয় ৬৩৫.৯ মিলিয়ন মার্কিন ডলার। এটি পরিচালনা করেছেন জ্যাক স্নাইডার।

Rate this post

BB Links

  • Link :
  • Link+title :
  • HTML Link:
  • BBcode Link:
Googleplus Pint
MMHA (4)
Author
User ID: 9

পাঠকের মন্তব্য