Registration

বাজারে অাসছে শক্তিশালী র্যামের নতুন নকিয়া ফোন

View : 139 Views
Post on: 4 months ago , Thu
Rate This:
Rate this post

বাজারে অাসছে শক্তিশালী র্যামের নতুন নকিয়া ফোন

অাসসালামু অালাইকুম।লাইকবিডিতে এটি অামার প্রথম পোস্ট।তাই কোন ভুল হলে ক্ষমা করবেন।অাজকে অামি রিভিউসমগ্রতে একটি পোস্ট করলাম।অাগামীতে অারো ও পোস্ট করব।
বাজারে অাসছে শক্তিশালী র‌্যামের নতুন নকিয়া ফোন।এই ফোনের রিভিউ জেনে নিই।
শক্তিশালী র‌্যামে আসছে নকিয়ার নতুন একটি ফোন। মডেল নকিয়া এক্স সিক্স। এটি এইচএমডি গ্লোবালের নতুন ফ্লাগশিপ। ফোনটি পাওয়া যাবে ৬ জিবি র‌্যামে।

১০ ডব্লিউ চার্জারকে উদ্ধৃত করে জিএসএম জানিয়েছে, নকিয়া এক্স সিক্স বাজারে আসছে আগামী শুক্রবার। এই ফোনটিতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাকপেক্ট রেশিও ১৯:৯।

ফোনটিতে আছে ৫.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনটিকে নকিয়া বলছে বেজেল ফ্রি ডিসপ্লের ফোন।

নকিয়ার নতুন ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে থাকছে ৬ জিবি র‌্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। অন্য ভার্সনটিতে আছে ৪ জিবি র‌্যাম এবং হেলিও পি৬০ প্রসেসর।

অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতেতে কার্ল জেইস লেন্স।

ফোনটির মূল্য হতে পারে ২৫০ ডলার।

BB Links

  • Link :
  • HTML Link:
  • BBcode Link:

About Author (3)


Author

Leave a Reply