Home / বিজ্ঞান-প্রযুক্তি / ভিভোর ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার নতুন ফোন

ভিভোর ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার নতুন ফোন

লাইকবিডি রিপোর্ট: ভিভো ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সমৃদ্ধ একটি নতুন ফোন বাজারে ছেড়েছে। এই ফোনটির মডেল ভিভো ভি সেভেন। সম্প্রতি এই ফোনটি ইন্দোনেশিয়ার বাজারে এসেছে।

ভিভোর এই ফোনটিতে ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এই ফোনটিতে রয়েছে ১.৮ গিগাহার্জের অক্টকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। এতে ৪ জিবি রম ব্যবহার করা হয়েছে।

ছবির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ব্যাকআপের জন্য রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

ভিভোর নতুন ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে ২০ হাজার রুপিতে।

Share With

About Hasan

LIkebd Is best place where you share your knowledge. So I want to change this.

Check Also

নতুন হোয়ার্টস অ্যাপে সে সকল ফিচার যুক্ত করা হবে

[start] কিছুদিন আগেই ‘ডিলেট ফর এভরিওয়ান’ ফিচারটি এনেছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপ। এবার …

Leave a Reply