Home / বিজ্ঞান-প্রযুক্তি / নতুন কুকুর রোবট আনছে সনি

নতুন কুকুর রোবট আনছে সনি

লাইকবিডি ডেস্ক: নতুন আরেকটি কুকুর রোবট বানাচ্ছে সনি। স্মার্ট হোম ডিভাইসের সঙ্গে কাজ করবে এই রোবট। সামনের মাসেই রোবটটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটির।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন রোবটে উন্নত নড়াচড়া ও ইন্টারনেট সংযোগ থাকবে। এর মাধ্যমে আরও দক্ষতার সঙ্গে ঘরের স্মার্ট ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবে রোবটটি। নতুন এই রোবটটির নামও ‘আইবো’ রাখা হবে কিনা তা এখনই স্পষ্ট করে জানানো হয়নি প্রতিবেদেনে।

উল্লেখ্য, এর আগে ‘আইবো’ নামের কুকুর রোবট বাজারে এনেছে সনি। যদিও বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি আইবো। এই রোবটগুলোরই উন্নত সংস্করণ হবে নতুন কুকুর রোবট।

বাণিজ্যিকভাবে সফল না হলেও এটিকে প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে দেখছে সনি। তাই এবার নতুন করে পণ্যটি বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এর আগে ‘আইবো’ রোবটের মূল্য ছিল ২৫০০ মার্কিন ডলার। নতুন রোবটের দাম কতো রাখা হবে তা এখনই ধারণা করা যাচ্ছে না।

Share With

About Hasan

LIkebd Is best place where you share your knowledge. So I want to change this.

Check Also

আসছে ইয়ামাহা ওয়াইজেডএফ-আর১৫ এর নতুন ভার্সন

বিডিলাইভ রিপোর্ট: ইয়ামাহার স্পোর্টস ঘরানার বাইক ওয়াইজেডএফ-আর১৫ এর ভার্সন থ্রি আসছে। নতুন এই ভার্সনে থাকছে বেশ কিছু পরিবর্তন। বাইকটি আরও আকর্ষণীয় হবে।  আর১৫ এর ভার্সন থ্রিতে থাকছে টুইন হেডল্যাম্প। এর আসনেও পরিবর্তন আসছে। এতে স্লিট সিট ব্যবহার করা হবে। এছাড়াও বাইকটির ফুয়েল ট্যাংকেও অভিনবত্ব থাকবে।নতুন আর১৫ এ থাকছে এলসিডি ডিজিটাল ডিসপ্লে সম্বলিত স্পিডোমিটার। থাকছে গিয়ার [...]

Leave a Reply