এই পৃথিবীর মাঝে
একা-একটা আমার ঘর
একটা জীবন, একটা মন,
একটাই সরোবর ।
মন বলে চাই তুই আবার
কাছে আয়
নির্জন পৃথিবীতে তোমায়
না কোথা পাই!
রঙের অযুত পদ্ম লাল
গোলাপি নীল,
মন বাগানে উড়ছে আজ
শঙ্খচিল ।
একলা থাকি, একলা আমি,
একলাই রেঁধে খাই
মনের কষ্ট কেউ বুঝেনা
হৃদমন পুড়ে ছাই;
একলা আমি বনের ধারে
একলা বসে রই
কুঁড়ে ঘরে চাঁদনি রাতে
একলা জেগে রোই ।
তোমার অপেক্ষায় দিন কাটছি
আসবে কবে হায়,
তোমায় আমি খুঁজে খুঁজে
কোথা না পাই!
একলা মনে বনের ধারে
চুপটি করে তাই
আপন মনে বনের ধারে
কবিতা গান গাই ॥
একলা আমি ॥ এসপিএস শুভ

I love poem
আপনার কবিতাটিও অসাধারন
Thanks hasan vai