Home / গানের কথা / ঘুড়ি তুমি কার আকাশে উড়ো (বাংলা লিরিক্স ) | Ghuri tumi kar akashe uro (bangla lyrics)

ঘুড়ি তুমি কার আকাশে উড়ো (বাংলা লিরিক্স ) | Ghuri tumi kar akashe uro (bangla lyrics)

গানের লিরিক্সঃ তুমি কার আকাশে উড়ো (বাংলা লিরিক্স ) | Ghuri tumi kar akashe uro (bangla lyrics)


শিল্পীঃ লুতফুর হাসান
অ্যালবামঃ ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ সমেশর আলি
বছরঃ ২০০৯”

ময়লা টি-শার্ট
ছেঁড়া জুতো
কদিন আগে এই

ছিল মনেরই মতো
দিন বদলের
টানা-পোঁড়নে
সখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়ো
তোমার নিকট অতীত
আমার এক যুগ আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তোমার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘরে মন
জড়োসড়ো
তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘর
জানালা তোমার অভিমুখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো

[end]
Share With

About Hasan

LIkebd Is best place where you share your knowledge. So I want to change this.

Check Also

সোনা বউ শুনছনি- কাজী শুভ(বাংলা গানের লিরিক্স)

শিল্পীঃ কাজী শুভ অ্যালবামঃ সাদা মাটা সুরকারঃ আরফিন রুমি সোনা বউ শুনছনি গো সোনা বউ …

Leave a Reply