Home / লাইফস্টাইল / জীবনে ভালো থাকার জন্য যা করতে হবে

জীবনে ভালো থাকার জন্য যা করতে হবে

জীবনে ভালো থাকার জন্য যা করতে হবে
“জীবনে যা ঘটেছে, তা ভালো হয়েছে। যা হচ্ছে,
তা-ও ভালো হচ্ছে। আর ভবিষ্যতে যা ঘটবে, তা-ও
ভালোই হবে”
☛নিজেকে কখনও অন্যের সাথে তুলনা করবেন না।
☛নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন।
সবকিছুকে পজেটিভ ভাবে গ্রহন করতে চেষ্টা করুন।
☛নিজেকে নিয়ে এবং কাছের মানুষদেরকে নিয়ে
অনর্থক বেশি দুঃচিন্তা করবেন না। মনে রাখবেন,
দুঃশ্চিন্তা কখনোই সমস্যার সমাধান করবেনা।
☛নিছক আড্ডা দিয়ে সময়ের অপচয় করবেন না।
☛শত্রুতা এবং অন্যের প্রতি ঘৃণা বজায় রাখবেন না।
এতে কেবল দুঃশ্চিন্তা বাড়ে এবং মানসিক শান্তি
নষ্ট হয়, যা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে
পারে।
☛নিজের এবং অন্যের অতীতের ভুল থেকে শিক্ষা
নিন, শিক্ষাকে মনে রাখুন, ভুলকে ভুলে যান।
অতীতের ভুল নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করে
তিক্ততা বাড়িয়ে বর্তমানের সুন্দর সময়কে নষ্ট
করবেন না।
☛মনে রাখবেন, জীবন একটি বিদ্যালয় যেখানে
আপনি শিখতে এসেছেন। জীবনের যত সমস্যা তা এই
বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, এ নিয়ে তাই
চিন্তা না করে বীজগণিতের মত সমাধানের চেষ্টা
করুন।
☛প্রচুর পরিমাণে হাসুন এবং সবসময় হাসিখুশী
থাকার অভ্যাস করুন। সেই সাথে অন্যদেরকেও
হাসিখুশী রাখতে চেষ্টা করুন।
☛জীবনের সব ক্ষেত্রে জয় লাভ করা অসম্ভব। তাই
হার মেনে নিতে প্রস্তুত থাকুন। এটাও আপনার একটা
মানসিক বিজয়।
☛অন্যের দোষ-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার
চেষ্টা করুন।
☛অন্যেরা আপনাকে নিয়ে কি ভাববে তা নিয়ে
চিন্তিত হবার কিছু নেই। নিজের কাজ করে যান
আত্মবিশ্বাস নিয়ে।
☛সময়ের কাজ সময়ে করুন, কিছুতেই এখনকার কাজ
পরে করার জন্যে ফেলে রাখবেন না।
যেসব জিনিস চিত্তাকর্ষক ও আকর্ষণীয়, কিন্তু ও
উপকারী নয়, তা থেকে দূরে থাকুন।
☛সুসময় বা দুঃসময় যাই হোক না কেন, সবই বদলাবে,
এটাই চিরন্তন নিয়ম, তাই কোনো কিছুতেই অতিরিক্ত
উৎফুল্ল বা অতিরিক্ত দুঃখিত হবেন না।
অনেক তো শুনলাম… এবার শুধু একটা কথা বলতে চাই…
মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে
বলেছেনঃ
তোমরা ধৈর্য্য ও সালাতের সাহায্যে আল্লাহর
নিকট সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ
ধৈর্য্যশীলদের সাথে আছেন। (সূরা বাকারা: ১৫৩)

Share With

About Md.ArifurRahman

arifkh090@gmail.com'
I am simple boy...Nating to say

Check Also

বিয়ের জন্য যে সকল পাত্র ঠিক করা উচিত

স্বপ্নের পুরুষকে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে বানরের গলায় দিলাম মুক্তোর হার—বিয়ের কয়েক দিন যেতে …