

লাইকবিডি ডেস্ক: সবাই ভাবেন নিজের বয়সটা ধরে রাখতে পারলে জীবনটা বোধ হয় আরেকটু রঙিন হতো। সুন্দরী রমণীদের বেলায় তো বলাই বাহুল্য।
আর এই আশাতে অনেকে আবার স্পা-তে গিয়ে বডি ম্যাসাজ করিয়ে হয়ে উঠেন ফুরফুরে। তবে ভাববেন না যেন এটুকুই যথেষ্ট। দুনিয়াজোড়া সুন্দরীরা আরও কিছু করেন। কেবলমাত্র প্লাস্টিক সার্জারি বা নিয়মিত ফেসিয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেন না। সঙ্গে আরও কিছু!
জেনে হয়তো চমকে যাবেন যে, আজকাল অনেক সুন্দরী রমণী জোঁকের কামড় খেয়েও চুপ থাকেন বা মৌমাছির বিষও শরীরে ঢুকিয়ে নেন। হ্যাঁ! যৌবনকে বশে রাখতে এমন আরো অনেক ঝুঁকিও নেন তারা। যা জানলে আপনার ধারণাই পাল্টে যাবে।
Originally posted 2017-07-23 12:26:03.
BB Links
- Link :
- Link+title :
- HTML Link:
- BBcode Link:





Leave a Reply
You must be logged in to post a comment.