Home / চাকরির খবর / ওয়ালটনে নিয়োগ

ওয়ালটনে নিয়োগ

দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, অটোমোবাইলস ও কমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’ নিন্মলিখিত পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে শুধু যোগ্য, অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে।

পদের নাম : টেরিটোরি সেলস অফিসার (ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স)

পদ সংখ্যা : ১০

চাকরির বিবরণ/দায়িত্বসমূহ : নির্দিষ্ট অঞ্চলে ওয়ালটন সুইচ, সকেট, এলইডি লাইট, ফ্যান, ব্যাটারি বিক্রয় ও বিপণন। নতুন ডিলার তৈরি জন্য সকল প্রকার সুযোগ তৈরি করা। অধিনস্থ সকল সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ তদারকি করা। ডিলারদের সঙ্গে দেখা করা এবং বিক্রয় বাড়ানোর জন্য তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা। নির্দিষ্ট অঞ্চলে ওয়ালটন পণ্য প্রচারের জন্য দায়িত্বগ্রহণ করা। নির্দিষ্ট বিক্রয় লক্ষ্য অর্জন করা।

চাকরির ধরণ : ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস।
অভিজ্ঞতা : ন্যূনতম ২ বছর।

অন্যান্য যোগ্যতা : বয়স সর্বোচ্চ ৩৫ বছর। শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সুইচ, সকেট, এলইডি লাইট, ফ্যান, ব্যাটারি মার্কেটিং বিষয়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। শারীরিকভাবে সামর্থ্য এবং চাপ নিয়ে, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্ট এবং স্ব-প্রণোদিত হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থান।
বেতন : আলোচনা সাপেক্ষ
আবেদনের সময়সীমা : আগামী ১৫ এপ্রিল, ২০১৭।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের কভার লেটার এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ‘এক্সিকিউটিভ ডিরেকটর (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), ওয়ালটন গ্রুপ, প্রিন্টার্স বিল্ডিং, ৫, রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।’ বরাবর পাঠাতে হবে।

খামে ও কভার লেটারে পদের নাম লিখতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।

অথবা ই-মেইল : jobs@waltonbd.com

লাইকবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/মারুফ/শান্ত

Share With

About Hasan

LIkebd Is best place where you share your knowledge. So I want to change this.

Check Also

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ২২ শূন্য পদে নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগ প্রদান/প্যানেল তৈরির জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদের নাম ও সংখ্যা : সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) (৬টি), কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী (১০টি), স্টোর হেলপার (২টি), অফিস সহায়ক/ নিরাপত্তা প্রহরী (৪টি)। শিক্ষাগত যোগ্যতা : পদভেদে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস [...]

Leave a Reply