

সহীহ সুন্নাহে বর্ণিত ১৫টি সদাকাহ, যা আপনি টাকা
কিংবা পয়াসা খরচ ছাড়াই করতে পারেন।
০১- একবার সুবহানাল্লাহ বলা একটি সদাকাহ।
০২- একবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকাহ।
০৩- একাবার আল্লাহু আকবার বলা একটি সদাকাহ।
০৪- একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকাহ।
০৫- একটি ভাল কাজের আদেশ করা একটি সাদাকাহ।
০৬- একটি খারাপ কাজে বারণ করা একটি সাদাকাহ।
০৭- মুসলিম ভাইকে দেখে মুচকি হাসি দেয়া একটি
সাদাকাহ।
০৮- নিজ হাতে লাগানো গাছের পাতা, ফল কোন
প্রাণীতে খাওয়া একটি সাদাকাহ।
০৯- কাউকে একটি বোঝা তার বাহনে তুলে দিতে
সহযোগিতা করা একটি সদাকাহ।
১০-কাউকে একটি বোঝা তার বাহন থেকে নামাতে
সহযোগিতা করা একটি সদাকাহ।
১১- স্ত্রীর সাথে নিজের দৈহিক চাহিদা পূরণ করা একটি
সাদাকাহ।
১২- বিবাদমান দু’ব্যক্তির মাঝে সুবিচার করা একটি
সাদাকাহ।
১৩- একটি উত্তম কথা একটি সাদাকাহ।
১৪- সালাতের জন্যে মসজিদের পথে প্রতিটি পদক্ষেপ
একটি সদাকাহ।
১৫- রাস্তা থেকে একটি কষ্টকর বস্তুকে সরিয়ে ফেলা
একটি সাদাকাহ।
( সহীহ মুসলিম-৭২০, ১০০৬,১০০৯,১৫৫৩, মুসনাদে
আহমাদ-২১৪৭৩-৭৪,)
BB Links
- Link :
- Link+title :
- HTML Link:
- BBcode Link:





Comments
2 responses to “সহীহ সুন্নাহে বর্ণিত ১৫টি সদাকাহ, যা আপনি টাকা কিংবা পয়াসা খরচ ছাড়াই করতে পারেন।”
Leave a Reply
You must be logged in to post a comment.
Latest Updates






nice..
ধন্যবাদ