Wednesday , February 20 2019
Home / অর্থ-বাণিজ্য / সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

লাইকবিডি ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়াররের দর কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে ১ হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের তুলনায় ১ কোটি ৩৫ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩১ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

About লাইকবিডি টিউনার

Check Also

সাইফ পাওয়ারটেক নতুন প্রকল্পের উৎপাদন শুরু করবে

বিডিলাইভ রিপোর্ট: নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।কোম্পানি সূত্রে জানা যায়, এ লক্ষ্যে আগামী ৫ আগস্ট শনিবার গাজীপুরের পূবাইলে নতুন এ প্রকল্পটির উৎপাদন শুরু হবে। আর এতে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে প্রায় দ্বিগুণ।সূত্র মতে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ও নিজস্ব অর্থায়নে করা হয়েছে এই প্রকল্পটি। চলতি [...]

Leave a Reply

Skip to toolbar